সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি কোম্পানির ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫৬ লাখ ৩১ হাজার ৮২৬টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৫ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ১২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।
এছাড়া বিডি ফাইন্যান্সের ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৯৩ লাখ ৪৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৪ লাখ ৪১ হাজার টাকার, জেনেক্সের ২৭ লাখ ৭৫ হাজার টাকার, ইফাদ অটোসের ৮ লাখ ৩৫ হাজার টাকার, লিনডেবিডির ৬ কোটি ৯ লাখ ৪৫ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ৮৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৮ লাখ ৩১ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৫০ লাখ টাকার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৪৭ লাখ টাকার এবং সায়হাম কটনের ৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।