Top

শীতে ত্বকের সমস্যায় ব্যবহার করুন ঘি

০৮ জানুয়ারি, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
শীতে ত্বকের সমস্যায় ব্যবহার করুন ঘি
লাইফস্টাইল ডেস্ক :

শীতে ত্বকের যত্নে তো কত কিছুই ব্যবহার করেছেন, কিন্তু ঘি ব্যবহার করেছেন কি? শীতে রুক্ষ নিষ্প্রাণ ত্বককে প্রাণবন্ত করতে ঘি জাদুর মতো কাজ করে।

ত্বকের প্রয়োজনে ঘি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ময়েশ্চারাইজার হিসাবেও ঘি ব্যবহার করা যায়?

জেনে নিন, সহজ কয়েকটি নিয়ম-

ঘি দিয়ে প্রথমে বানাতে হবে একটি ফেসপ্যাক।ফেসপ্যাকটি তৈরি করতে ১ চা চামচ ঘি, ১ চা চামচ বেসন এবং এক চিমটি হলুদ। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।

প্রথমে গরম পানি দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। এরপর মুখ শুকিয়ে মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এ মিশ্রণে শুধুমাত্র শুকনো ত্বকের সমস্যাই নয়, ঘিয়ের এই মিশ্রণ মুখে লাগালে চোখের নিচের কালো দাগও দূর হবে। তা ছাড়া ঠোঁট ফাটার সমস্যাও নিমিষেই দূর করতে বেশ কার্যকর ঘি’র এই প্যাক।

 

শেয়ার