পাবনার ঈশ্বরদীতে ইট বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় আব্দুস সাত্তার (৩২) নামক একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এসআই দোলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ঈশ্বরদী শহরের দিকে আসার পথে বিপরীত দিক হতে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী আব্দুস সাত্তার ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের আতোবার খানের পুত্র বলে জানা গেছে।