খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে চুক্তিবদ্ধ হয়েছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।
রবিবার (০৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের কাছে চুক্তিপত্র হস্তান্তর করেন কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কৃষি খাতে খাদ্য উৎপাদন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মোট ৫০টি ব্যাংক চুক্তিতে স্বাক্ষর করেছে।