Top

সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

০৯ জানুয়ারি, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ
সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসায় প্রতিহিংসা পরায়ন হয়ে শিশু ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায়ে নাছিমা খাতুন (৩৫) নামের এক সৎমায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রোববার (৮ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাছিমা খাতুন কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের পশ্চিমাপাড়ার বাদশা আলীর স্ত্রী। নাছিমা পাবনা সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের ওস্তাদ আলী মৃধার মেয়ে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর দুপুরের দিকে কুষ্টিয়ার খোকসায় প্রতিহিংসা পরায়ন হয়ে ৫ বছর বয়সী শিশু ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে সৎমা নাছিমা খাতুন। খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের পশ্চিমাপাড়ার নিজ বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় শিশুর বাবা ও দণ্ডপ্রাপ্ত আসামি নাছিমার স্বামী বাদশা আলী খোকসা থানায় নাছিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমান আসামির বিরুদ্ধে ২০০৯ সালের ২৭ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামির শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে শিশু ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায়ে নাছিমা খাতুন নামের এক সৎমাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার