Top
সর্বশেষ

চুলের যত্নে ব্যবহার করুন চায়ের লিকার

০৯ জানুয়ারি, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
চুলের যত্নে ব্যবহার করুন চায়ের লিকার
লাইফস্টাইল ডেস্ক :

চা পান করার পর আমরা বাড়তি চায়ের লিকার সাধারণত ফেলে দিয়ে থাকি। তবে এই ফেলে দেয়া চায়ের লিকার দিয়েই আপনি নিতে পারেন চুলের যত্ন।

ঠাণ্ডা চায়ের লিকারের সাথে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু করার পর লিকারটি দিয়ে চুল ধুয়ে নিন । ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন।

এটি আপনার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি চুলের বৃদ্ধিতে এবং চুলের কন্ডিশনার হিসেবে ভালো কাজ করবে চায়ের লিকার। নিয়মিত ব্যবহারে আপনি পাবেন ঝলমলে এবং প্রাণবন্ত চুল।

চুলের যত্নে ব্যবহার করতে পারেন চায়ের লিকার। কালো চায়ের লিকার চুল ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করে এবং সবুজ চায়ের লিকার চুল বৃদ্ধিতে সহায়তা করে। চায়ের লিকার চুলে দিয়ে দশ মিনিট রেখে চুল শ্যাম্পু করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

শেয়ার