Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

উইবিডিবাজারের সাথে ব্লু স্কাইয়ের বাণিজ্যিক চুক্তি

০৯ জানুয়ারি, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
উইবিডিবাজারের সাথে ব্লু স্কাইয়ের বাণিজ্যিক চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাশন ব্র্যান্ডের অন্যতম প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’এর সঙ্গে ‘উইবিডিবাজার’এর বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর-২ ব্লু স্কাইয়ের শোরুমের আউটলেটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ব্লু স্কাইয়ের কর্ণধার দুলাল আলী ও নারী উদ্যোক্তাবান্ধব ই-কমার্স প্রতিষ্ঠান উইবিডিবাজারের চেয়ারম্যান বাবুল হৃদয়, ভাইস চেয়ারম্যান রিদওয়ানা আফরীন সুমি ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী।

উইবিডিবাজারের ভাইস চেয়াম্যান রিদওয়ানা আফরীন সুমি বলেন, ‘পুরুষের পাশাপাশি ‘নারীদের উৎপাদিত পণ্যের সমাহার থাকবে উইবিডিবাজারে। তাদের শ্রম ও ঘামে তৈরি পণ্য দেশ-বিদেশে বাজারজাতের দায়িত্ব নেবে উইবিডিবাজার। এছাড়া পণ্যের প্রচারে আমাদের সহযোগিতা থাকবে। উইবিডিবাজার ডটকম হবে উদ্যোক্তাদের আস্থার জায়গা।’

উইবিডিবাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী বলেন, উদ্যোক্তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার পণ্য বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। করপোরেট চুক্তির মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি এবং দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’

ব্লু স্কাইয়ের কর্ণধার দুলাল আলী বলেন, ‘ফ্যাশন জগতে আমাদের সুনাম রয়েছে। আমরা শীতের ব্লেজার, টুপিস, থ্রিপিস দিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। উইবিডিবাজার ডটকম এখন থেকে আমাদের পণ্য বিক্রি করবে। তাদের দক্ষ টিমকে পেয়ে আমরা আনন্দিত।’

শেয়ার