জরাজীর্ণ, অপ্রশস্থ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় জয়পুরহাট সড়ক বিভাগের অধীনে হিলি, শালাইপুর-কালাই সড়কের কুসুম্বা ও কলন্দপুর দুটি সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৯ জানুয়ারী) বিকেলে এ সেতু দুটোর নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলসহ আরও অনেকই।
প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মিত হলে হিলি থেকে রংপুর, ঢাকা যাওয়ার পথ আরও সহজ হবে। সেই সাথে হাজার হাজার মানুষের কৃষিপণ্য রপ্তানিতে এই রাস্তাগুলো বেশি ভূমিকা রাখবে বলে জানান এলাকাবাসী।