Top
সর্বশেষ

চমেকে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে এবার সড়ক অবরোধ

১০ জানুয়ারি, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
চমেকে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে এবার সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছে রোগীরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের সামনে মূল সড়ক অবরোধ করে আন্দোলন করেন রোগীরা।

এ সময় সড়কের উভয় পাশে বহু গাড়ী আটকা পড়ে। এতে দুই পাশে যানজট লেগে যায়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে রোগীরা এবার রাস্তায় নেমেছে। সকাল থেকে তারা সড়কেই বসে আছে। একারণে রাস্তায় যানজট লেগে গেছে।

জানা যায়, এর আগেও রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে হাসাতালের নিচ তলা কিডনি ডায়ালাইসিস সেন্টারের সামনে তারা আন্দোলন করেন। বেসরকারি প্রতিষ্ঠান স্যান্ডোর ডায়ালাইসিস সেন্টারটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালনা করছে।

আন্দোলনকারীরা জানান, প্রতি মাসে একজন রোগীকে ৮ বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এর মধ্যে দুইবার ২৭৯৫ টাকা করে পরিশোধ করলেও বাকি ৬ বার ৫১০ টাকা করে পরিশোধ করতে হয়। কিন্তু নতুন বছরের শুরুতে এসে দুইবারের পরিবর্তে তা চারবার করা হয়। তাও আবার ফি বাড়িয়ে ২৯৩৫ টাকা করা হয়েছে। আর বাকি চারবার ৫৩৫ টাকা করা হয়েছে। ফলে প্রতি রোগীর ডায়ালাইসিস ফি প্রায় দ্বিগুণ বেড়ে যায়।

সড়ক অবরোধের বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। দেখে জানাতে হবে।’

বিপি/এএস

শেয়ার