Top

ফি জমাদানে সোনালী ব্যাংক ও আইনজীবী সমিতির চুক্তি

১১ জানুয়ারি, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
ফি জমাদানে সোনালী ব্যাংক ও আইনজীবী সমিতির চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

সোনালী ব্যাংকের সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে এখন থেকে সহজে বার্ষিক বিভিন্ন চাঁদা ও যাবতীয় ফি জমা দিতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা। এর জন্য সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল চুক্তিতে স্বাক্ষর করেন। পরে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, অ্যাটর্নি জেনারেল এ. এম. আমিন উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল কুদ্দুস ও মো. মনিরুজ্জামান, ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যরা।

উল্লেখ্য সোনালী ই-সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে দেশ ও বিদেশ থেকে ২ মিনিটে ব্যাংক হিসাব খোলা যায় এবং সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে ব্যাংকের যেকোনো শাখায় ২৪ ঘণ্টা লেনদেন করা যায়।

শেয়ার