Top
সর্বশেষ

বিটা’র নতুন কমিটি গঠন

১২ জানুয়ারি, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
বিটা’র নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (বিটা) পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বিজয়নগর হোটেল ৭১ এ সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সব ট্যাক্স ইন্সপেক্টরদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (বিটা) সভাপতি মনোনীত হন মো. আমিনুল ইসলাম আকাশ ও মহাসচিব হন সহিদুজ্জামান সোহেল।

এসময় কার্যকর সভাপতি আবির হোসেন চাকলাদার এবং কার্যকর মহাসচিব এম ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব সহিদুজ্জামান সোহেল জানান, অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা এবং জাতীয় রাজস্ব আহরণে ভূমিকা রাখতে বিটা কাজ করবে।

শেয়ার