Top
সর্বশেষ

কৃষকদের পুনঃঅর্থায়ন স্কিমে ন্যাশনাল ব্যাংকের অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর

১২ জানুয়ারি, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
কৃষকদের পুনঃঅর্থায়ন স্কিমে ন্যাশনাল ব্যাংকের অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক খাদ্য সংকট পরিস্থিতিতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংকের গঠন করা স্বল্প সুদের ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান সহ বাংলাদেশ ব্যাংক কৃষিঋণ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্কিমে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রধান নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিপি নিউজ/এমএইচ

শেয়ার