Top

পলিনেট হাউসে ফুল চাষ করে বাজিমাত শহীদুলের

১৩ জানুয়ারি, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
পলিনেট হাউসে ফুল চাষ করে বাজিমাত শহীদুলের
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে পলিনেট হাউসে ফুল চাষে লাভবান হচ্ছে আদর্শ কৃষক শহীদুল ইসলামসহ অনেকে। লাভজনক এ ফুল চাষে বাম্পার ফলন হয়েছে। এ ফুল বাজারজাত করতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রথম সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামে পলিনেটে প্রায় ১৩ শতক জমিতে এ ফুলের চাষ করেছে শহীদুল ইসলাম।

এ ফুল চাষ করতে তার খরচ হয়েছে প্রায় ৩১ হাজার টাকা। সে ইতিমধ্যেই ৭১ হাজার টাকার ফুল বিক্রি করেছে। এ ফুল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এছাড়া নতুন করে চন্দ্রমল্লিকা, গাঁদা ও গোলাপ ফুলে ছেঁয়ে গেছে পলিনেট হাউস। কৃষক শহীদুলের এমন উদ্যোগ দেখে এ অঞ্চলের অনেক কৃষক এখন এ ফুল চাষে ঝুঁকছে এবং তাদের অনেকেই লাভবান হচ্ছে। স্থানীয় একজন কৃষিবিদ বলছেন, পলিনেট হাউস পদ্ধতিতে দীর্ঘমেয়াদী ফুল চাষ করা যায়। এক মৌসূমের ফুল আরেক মৌসূমে চাষাবাদ করা যায় এবং রোগবালাইও কম হয়ে থাকে। ইতিমধ্যেই এ ফুল চাষ কৃষকদের মধ্যে সাড়া পড়েছে। এ ফুল

বাগান দেখতে এলাকার নানা বয়সের মানুষ ভীড় জমাচ্ছে প্রতিদিন। ফুল চাষের পাশাপাশি সারাবছর বিভিন্ন ফসলের চাষাবাদ করা হচ্ছে এ পলিনেট হাউসে। এখন আর জমি পতিত পড়ে থাকছে না। আধুনিক পদ্ধতির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একই এলাকার রতনকান্দিতে একটি পলিনেট হাউস নির্মাণ করা হয়েছে।

এ পলিনেট হাউসের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন উচ্চমূল্যের ফসল ও ফুলগুলো চাষাবাদ করার। বিশেষ করে লেটুস, ক্যাপসিকাম ও বিভিন্ন ফুল চাষাবাদ করা হবে। এ হাউসে শীতকালীন ফুল ও ফসল গ্রীষ্মকালীন সময়ে চাষ করা যায়। অনেক সময় প্রচন্ড শীত, খরা, অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে উচ্চমূল্যের ফসলগুলো চাষাবাদে নানা সমস্যা হয়।

কিন্তু এ পদ্ধতিতে এমন সমস্যা থাকবে না। ওই আদর্শ কৃষক শহীদুলসহ অনেকেই সাংবাদিকদের বলেন, পলিনেট হাউসে চাষে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ।

বৃষ্টির মধ্যে উন্নতমানের টমেটো, ক্যাপসিকাম, লেটুস, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি ফসল চাষ করা যায়। এতে কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ফুল চাষে স্থানীয় কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, আধুনিক পদ্ধতির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ পলিনেট হাউস নির্মাণ করা হয়েছে। পলিনেট হাউসে এই প্রথম ফুল চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে দীর্ঘমেয়াদী ফুল চাষ করা যায়। ইতিমধ্যেই অনেক কৃষক লাভজনক এ ফুল চাষাবাদে ঝুঁকে পড়েছে এবং ফুল চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

শেয়ার