মালদ্বীপের রিসোর্ট ১৪ ফুট আকারের একটি কুমির পাওয়া গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে দেশটির পর্যটন রিসোর্ট হিসেবে গড়ে ওঠা কাফু অ্যাটল বলিধুফারুর লেগুনে কুমিরটি পাওয়া যায়।
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) জানায়, বিশাল কুমিরটি উপহ্রদ থেকে বন্দী করা হয়েছে। দ্বীপ থেকে ২৪ মাইল দূরে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে।
মালদ্বীপে সাগরে মাঝে মধ্যে যদিও কুমির দেখা যায়। তবে এখন পর্যন্ত মালদ্বীপের জলসীমায় কেউ কখনো কুমির দ্বারা আক্রান্তের শিকার হয়নি।