Top
সর্বশেষ

আগারগাঁওয়ে চালু হয়েছে হলিডে মার্কেট

১৪ জানুয়ারি, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
আগারগাঁওয়ে চালু হয়েছে হলিডে মার্কেট
নিজস্ব প্রতিবেদক :

দেশের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে হলিডে মার্কেট। গতকাল শুক্রবার এ মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় সিএমএসএমই শিল্পের উদ্যোক্তাদের পণ্য নিয়ে মার্কেটটি চালু করা হয়। আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের আইসিটি সড়কে বাজারটি বসেছে। প্রতি সপ্তাহের ছুটির দিনে (শুক্র-শনিবার) সড়কটির দুই পাশের গাড়ি পার্কিংয়ের স্থানে স্টল বসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলররা মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ রকম ছোট ছোট মার্কেট চালু করা গেলে উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ বাড়বে। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিলে তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। উদ্যোগটিতে যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সে ব্যাপারে সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী। অব্যবস্থাপনা রোধে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে হলিডে বা ইভিনিং মার্কেট রয়েছে। এ মার্কেটে ছুটির দিনে বা সন্ধ্যার সময় স্টল বসে। সে ক্ষেত্রে ছুটির পরের দিন সকালে বা কর্মদিবসের দিনে সব ফাঁকা হয়ে যায়। এ রকম মার্কেটে বড় বিপণিবিতানের তুলনায় কিছুটা কম দামে জিনিসপত্র কেনা যায়। এটাই হলিডে মার্কেটের সুবিধা। এ সময় পরীক্ষামূলক উদ্যোগটি সফল হলে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে এমন হলিডে মার্কেট চালু করা হবে বলে ঘোষণা দেন আতিকুল ইসলাম।

শেয়ার