গত কয়েকদিন থেকে কনকনে ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে। এতো ঠান্ডায় জীবন নিয়েই টানাটানি। সেখানে একটা পাতলা কম্বল ছিলো, তা গায়ে দিয়ে কোনভাবে শীত পার করছিলাম। র্যাবের দেয়া এই কম্বলটা পেয়ে শান্তি পেলাম। এটা অনেক মোটা কম্বল। মনে হচ্ছে ভালোভাবেই শীতের এই কনকনে ঠান্ডা দূর হবে।
কম্বল নেয়ার পর কথাগুলো বলছিলেন, ৯০ বছর বয়সী মো. সাইফুদ্দিন আলী। তিনি একায় চলতে পারেন না। প্রতিবেশী এক নারীর সহায়তা নিয়ে এসেছিলেন র্যাবের কম্বল নিতে। সাইফুদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর গ্রামে।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আয়োজনে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) সকালে দ্বারিয়াপুর ইদগাহ ময়দানে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫ রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলায় সুনামের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সাধারণ মানুষদের এই শীতে তাদের অবস্থার কথা জানতে পারি। তাই মানবিক কাজের অংশ হিসেবে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আগামী দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জেই নয়, র্যাব-৫ এর অধীনে থাকা রাজশাহী বিভাগের অন্যান্য জেলাতেও একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়, বরং মানবিক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করতে চাই র্যাব।
দ্বারিয়াপুর গ্রামের সাজ্জাদ আলী (৯০), বাহার আলী (৮৫) কম্বল নেয়ার পর ঢাকা পোস্টকে বলেন, আমরা এতো কষ্টে থাকার পরেও এতো ঠান্ডায় আমাদের দিকে কেউ দেখে না। আমরা জনতাম না, র্যাব তাদের আসল কাজ বাদ দিয়ে এভাবে কম্বলও বিতরণ করে। কম্বল পেয়ে খুব ভালো হলো। ঠান্ডায় এই কম্বলটা পেয়ে খুব উপকার হলো।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার, কমান্ডার আরাফাত, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র্যাবের বিভিন্ন স্তরের সদস্যরা।