Top

শ্বশুরবাড়ি থেকে নিখোঁজের ৬ দিন পর সিরাজগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

১৫ জানুয়ারি, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ
শ্বশুরবাড়ি থেকে নিখোঁজের ৬ দিন পর সিরাজগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

নিখোঁজের ৬ পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদী থেকে শনিবার দুপুরে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফুল ওই উপজেলার আগে নুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।

এ ঘটনায় স্ত্রীসহ শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ২ মাস আগে উপজেলার চরবেতকান্দি গ্রামে গ্রামের ফারজানার সাথে শরিফুলের বিয়ে হয়। এ বিয়ের পর থেকেই স্ত্রী শরিফুলকে পছন্দ করতো না। একপর্যায়ে ফারজানা তার বাপের বাড়ি চলে যায়। গত সোমবার রাতে যুবক শরিফুল শ্বশুর বাড়ি বেড়াতে যায়। শ্বশুর বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয় এবং ওইদিন রাত থেকেই শরিফুল নিখোঁজ হয়।

এ নিখোঁজের পর বৃহস্পতিবার সকালে ওই যুবকের রক্তমাখা জামা কাপড়ও পেয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে শ্বশুরবাড়ির পাশেই করতোয়া নদীতে শরিফুলের হাত-পা বাধা অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নিহতের স্ত্রী ও শ্বাশুড়িসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে রাখা হয়েছে। রোববার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

শেয়ার