Top

সিরাজগঞ্জে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ জানুয়ারি, ২০২৩ ২:২১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মরিচা বালশাবাড়ী গ্রামে শনিবার বিকেলে ডোবার পানিতে ডুবে আব্রাহাম (৬) নামে বাকপ্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আব্রাহাম ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে আব্রাহাম বাড়ির পাশে ডোবার পারে খেলা করার সময় ডোবায় পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পায়নি।

বিকেলে ওই ডোবায় শিশুটির লাশ ভেসে ওঠলে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার