জাল দলিল করে নওগাঁর সাপাহার উপজেলার খেরুন্দা ও তাজপুর মৌজায় একটি পরিবারের ২১ একর জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভূমি কর্মকর্তাদের যোগসাজশে একটি চক্র জাল দলিল করে জমি দখলের চেষ্টা করছে। সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন ওই চক্রের মূলে রয়েছে।
আজ রোববার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিবাদমান জমির একটি অংশের মালিকানা দাবি করে মাসিরা চৌধুরী নামে এক নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসিরা চৌধুরী বলেন, তিনি পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন। নওগাঁর সাপাহার উপজেলার খেরুন্দা ফুটকইল গ্রামে তাঁর বাবার বাড়ি। তাঁর বাবা মকসুদাল হক চৌধুরী মারা যাওয়ার সময় ২২ একর সম্পত্তি রেখে যান। বড় বোন মুনিরা চৌধুরী কানাডায় স্থায়ী ভাবে বসবাস করেন। তাঁদের বাবার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ তিনি ও তাঁর বড় বোনসহ তাঁর বড় ভাই মাকসুমুল হক চৌধুরী ও ও মা মৃত নার্গিস মুর্শিদা। বাবার রেখে যাওয়া বাড়ী, আবাদি জমি, পুকুরসহ অন্যান্য সম্পত্তির কোনো বাটোয়ারা দলিল হয়নি।
বড় ভাই মাকসুমুল হক তাঁর দুই বোন ও মায়ের স্বাক্ষর জাল করে ২০১৮ সালে তৎকালীন ভূমি কর্মকর্তাদের যোগসাজশে জাল হেবানামা বা দানপত্র দলিল করে ১০ দশমিক ৭৩ শতাংশ লিখে নেন। মাকসুমুল হক জাল হেবানামা দলিল সূত্রে মাসিরা ও তাঁর বোনকে বঞ্চিত করে জুলফিকার আলী নামে এক ব্যক্তির কাছে বায়না দলিল করে নেন। পরবর্তীতে এ বিষয়ে জানতে পেরে ২০২০ সালে ৯ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত বিষয়টি তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশনা দেন। সিআইডির তদন্তে জাল হেবানামার বিষয়টি প্রমাণিত হয়।
২০২১ সালের ৩ অক্টোবর সিআইডি পুলিশের মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর শরীফ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত মাকসুমুল হক, জমির বায়না দলিল গ্রহীতা জুলফিকার আলীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলা চলমান থাকা সত্ত্বেও ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন সাপাহারের সাব-রেজিস্টার মুক্তি আরা খাতুনের যোগসাজশে জাল হেবানামা দলিল করা ১০ একর সম্পত্তিসহ ২১ একর সম্পত্তি তাঁর ভাইয়ের কাছ থেকে ছয়টি বিক্রয় দলিল ও একটি বায়না দলিল রেজিস্ট্রি সম্পাদন করেন। জমি ক্রেতাদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ ১৯ জন ব্যক্তি রয়েছে। সাপাহার উপজেলার তাজপুর ও খেরুন্দা মৌজায় থাকা বিবদমান ২১ একর সম্পত্তির ওপর বর্তমানে হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা ও নিম্ন আদালতের ১৪৪ জারি রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলকারী এই চক্রের মূলে রয়েছে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন। সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজের নামে নেওয়া ৩৩ শতক কৃষি জমি সাব-রেজিস্ট্র ও বসতবাড়ির ৩৩ শতক জমি বায়না দলিল করে নেওয়া ছাড়া বাকি দলিল গুলোতে তিনি ১ নম্বর সাক্ষী হিসেবে রয়েছেন।
তিনি আরো বলেন, স্থানীয় বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, জুলফিকার আলীসহ অন্য আরও ১৭ ব্যক্তির নামে যেসব জমি কিনেছেন তাঁরা সবাই সাপহার উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেনের লোক। ওই সব ব্যক্তির নামে জমি দখল করে নিয়ে পরবর্তীতে ওই সব দখল করবেন শাহজাহান হোসেন। বেশ কিছু দিন ধরে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা খেরুন্দা ও তাজপুর মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া জমির দখল ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে মাকসুমুল হক চৌধুরী বলেন, ১৯৮৩ সালে বাবা আমার ও মায়ের নামে হেবা দলিল করে দিয়ে গেছেন। বাকি যেসব জমি আছে সেগুলো সম্পত্তি বাটোয়ারা হয়ে গেছে। জাল হেবা দলিল করার অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার বড় বোন কয়েক দিন আগে সাপাহারে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে গিয়ে আমার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছেন।
জানতে চাইলে অভিযোগের বিষয়ে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন বলেন,আমি যে জমি কেনার জন্য বায়না করেছি এবং অন্যরা মাকসুমুল হক চৌধুরীর কাছ থেকে যেসব জমি কিনেছেন সেগুলো নিষ্কণ্ঠক জেনেই আমরা কিনেছি। জমি নিয়ে বিতর্ক থাকলে কি ভূমি কর্মকর্তারা রেজিস্ট্রি করে দিতেন? আমি অন্যায় প্রক্রিয়ায় জমি কিনে নিই নাই কিংবা দখলের চেষ্টা করি নাই। বরং মাসিরা চৌধুরী আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করে জমির দখল নিতে বাধার সৃষ্টি করছেন। আইনি ভাবেই আমরা সেসব মামলা মোকাবিলা করব।