Top

যেসব ভুলে স্মার্টফোন হ্যাক হওয়ার আশঙ্কা বেশি থাকে

১৭ জানুয়ারি, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
যেসব ভুলে স্মার্টফোন হ্যাক হওয়ার আশঙ্কা বেশি থাকে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

স্মার্টফোন এখন প্রত্যেক মানুষের নিত্যসঙ্গী। ঘরে-বাইরে সবক্ষেত্রেই স্মার্টফোন ব্যবহার হচ্ছে। প্রযুক্তির উন্নয়নের যুগে তাই স্মার্টফোনকে সুরক্ষিত রাখাও জরুরি। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু নিয়ম মানা বা সচেতন থাকার ক্ষেত্রেই বেশি অনীহা। এসব অনীহা থেকেই সাইবার আক্রমণের ঘটনা ঘটে।

স্মার্টফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও, জরুরি ফাইল চুরি এখন হাতের মোয়া। এরপর সেসব তথ্য বিভিন্ন সংস্থার কাছে বিক্রি কিংবা ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়া যাচ্ছে। ব্যবহারের ক্ষেত্রে সামান্য ভুল বিপদ ডেকে আনতে পারে।

প্রথমেই রয়েছে ফোনের সফটওয়্যার ও অ্যাপ আপডেট না করা। বিভিন্ন সময় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফটওয়্যারে সমস্যা থাকলে আপডেট দিতে না করা হয়। তবে সে রকম কোনো সমস্যা না থাকলে সেলফোনের সফটওয়্যার থেকে শুরু করে সব অ্যাপ আপডেট করে রাখতে হবে। অ্যাপের পুরনো ভার্সনে কিছু বাগ থাকে। সেগুলো হ্যাকারদের সুবিধা করে দেয়। খুব পুরনো অ্যাপ থাকলেও তা আনইনস্টল করে দেয়াই ভালো।

দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাপ ডাউনলোড করা। ডাউনলোডের ক্ষেত্রে হাতে গোনা খুব কমসংখ্যক ব্যবহারকারীই সতর্কতা অবলম্বন করেন। থার্ড পার্টি সাইট থেকে মড বা বেশি সুবিধা পাওয়ার আশায় অনেকে সফটওয়্যার ডাউনলোড করেন। এসব সাইটে ও অ্যাপে বিভিন্ন ম্যালওয়্যার থাকে, যা সহজেই স্মার্টফোন হ্যাক করতে সহায়তা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক লিংক শেয়ার করা হয়। সেগুলোয় সহসা ক্লিক না করাই ভালো। অ্যাপের মতো দেখতে বিভিন্ন ভুয়া অ্যাপ্লিকেশন বা স্পাইওয়্যার ব্রাউজার কিংবা বিভিন্ন জায়গায় লুকানো থাকে। সেসব একবার নামিয়ে ফেললেই সর্বনাশ। এসব অ্যাপের মাধ্যমে ই-মেইল, ঠিকানা, ব্যাংকের তথ্য ও পাসওয়ার্ড চুরি হতে পারে। তাই অ্যাপ নামানোর সময়ে সতর্ক থাকতে হবে।

 

শেয়ার