Top
সর্বশেষ

আইএমএফ’র ঋণ পেতে লাগবে দক্ষ আর্থিক খাত ও রাজস্ব বৃদ্ধি

১৭ জানুয়ারি, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
আইএমএফ’র ঋণ পেতে লাগবে দক্ষ আর্থিক খাত ও রাজস্ব বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক :

কর-রাজস্ব বৃদ্ধি ও আরও দক্ষ আর্থিক খাত গড়ার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ এ বিষয়েই জোর দিয়েছেন বেশি।

আইএমএফ গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল এবং অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে আগের দিন যে বৈঠক করেন আইএমএফের ডিএমডি, তার ভিত্তিতেই বিবৃতিটি তৈরি করা হয়। বিবৃতিতে আইএমএফ বলেছে, মনসিও সায়েহ আশা করছেন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় সংস্থাটির নির্বাহী পর্ষদে বাংলাদেশের ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচিটি অনুমোদন পাবে।

কয়েক দশক ধরে আকর্ষণীয় অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন হয়েছে বলে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে মনসিও সায়েহ বলেন, ধারাবাহিক এ প্রবৃদ্ধি দারিদ্র্য কমানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রেখেছে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ যেসব সামষ্টিক অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে, তা মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ঋণের পরিমাণ কম রাখতে সাহায্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের অন্য দেশগুলোর বাংলাদেশও প্রথমে বৈশ্বিক মহামারি ও পরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আসা ধাক্কার প্রভাব মোকাবিলা করছে। আইএমএফের ডিএমডি এ বিষয়ে বলেছেন, ‘আমরা বাংলাদেশের অর্থনীতিতে এসব ধাক্কার প্রভাব নিয়ে আলোচনা করেছি। এসব বিষয় মোকাবিলা করার জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাই।’

বাংলাদেশ কিছু সংস্কারকাজে হাত দিয়েছে। একে সমর্থন করতে বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ), বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং নতুন রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে একটি চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ ও আইএমএফ। বিবৃতিতে মনসিও সায়েহের বরাতে এসব কথা উল্লেখ করে বলা হয়েছে, ঋণ কর্মসূচির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে এসেছে বাংলাদেশের পক্ষে কর-রাজস্ব বৃদ্ধি ও আরও দক্ষ আর্থিক খাত গড়ার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ নেওয়া।

বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য এসব সংস্কার বাংলাদেশের অর্থনীতিকে আরও টেকসই করে তুলবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি করতে তা সাহায্য করবে।

জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান মনসিও সায়েহ। তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু খাতে বিপুল বিনিয়োগের চাহিদা রয়েছে। জলবায়ু খাতে সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি অর্থায়ন করা এবং লেনদেনের ভারসাম্য বজায় রাখাও আইএমএফের লক্ষ্য।

শেয়ার