Top

দেশে কর-জিডিপি অনুপাত ৯ শতাংশেরও কম

১৭ জানুয়ারি, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
দেশে কর-জিডিপি অনুপাত ৯ শতাংশেরও কম
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, দেশের মাত্র ১ দশমিক ১ শতাংশ আয়কর দেন। আর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এক প্রতিবেদনকে বিশ্লেষণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগই বলেছে, বিশ্বের উদীয়মান দেশ ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোয় জিডিপির তুলনায় কর বা রাজস্ব সংগ্রহের হার বাংলাদেশের দ্বিগুণেরও বেশি অর্থাৎ ২৬ দশমিক ৭ শতাংশ। এমনকি সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর কর-জিডিপি হারও বাংলাদেশের চেয়ে বেশি অর্থাৎ ১৭ দশমিক ৮ শতাংশ।

আবার আইএমএফের এক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে অর্থ বিভাগ বলেছে, কর-জিডিপির হারে নিকটতম প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের অবস্থা খারাপ। যেমন নেপালের কর-জিডিপি অনুপাত ২৩ দশমিক ৩, ভারতের ২০ দশমিক ৩, পাকিস্তানের ১৫ দশমিক ২ এবং শ্রীলঙ্কার ১৩ দশমিক ৩ শতাংশ। দেশে বর্তমানে কর-জিডিপি অনুপাত ৯ শতাংশেরও কম।

আবার গত ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম চেঞ্জিং অব ফেব্রিক’ শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির তিন গুরুত্বপূর্ণ খাতের দুর্বলতার কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে দুর্বল ও ঝুঁকিপূর্ণ আর্থিক খাত, বাণিজ্য প্রতিযোগিতায় সক্ষমতা হ্রাস, ভারসাম্যহীন ও অপর্যাপ্ত নগরায়ণ।

আর্থিক খাতের মধ্যে সবচেয়ে খারাপ ধরা হয় ব্যাংক খাতকে। খেলাপি ঋণের পরিমাণ পরিমাণ এখন ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। অথচ ২০০৯ সালে তা ছিল মাত্র ২২ হাজার কোটি টাকা। একটি স্বাধীন ও নিরপেক্ষ ব্যাংক কমিশন গঠন করে ব্যাংক খাতের প্রকৃত সমস্যা উদ্‌ঘাটন ও সমাধানের পথ বের করার উপায় আছে। অর্থমন্ত্রী এ কমিশন গঠনের কথা বলে বলেও আর করেননি।

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ সামগ্রিক বিষয় নিয়ে বলেন, এটা সবাই জানেন যে বাংলাদেশের কর-জিডিপি হার নিম্নতম। এ জন্য সরকারই দায়ী। চালাক করদাতাদের সঙ্গে পেরে উঠতে এনবিআরের কর্মকর্তাদের দক্ষ করে তুলতে সরকারের মনোযোগ নেই, বিনিয়োগ নেই। থাকলে সারা দেশে এত দিনে কর কার্যালয় স্থাপন করা হয়ে যেত।

আইএমএফ ঠিক দুই বিষয়েই জোর দিতে বলেছে—এমন মন্তব্য করে আবদুল মজিদ বলেন, দুঃখজনক যে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার কিনতেই কয়েক বছর লেগে যাচ্ছে। আর আয়কর আইন যুগোপযোগী করার কথা শোনা যাচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে। আর্থিক খাত নিয়ে তিনি বলেন, এর মধ্যে প্রধানতম হচ্ছে ব্যাংক খাত, যে খাতে স্বচ্ছতার ঘাটতি প্রকট। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তব্যে অনেকবার ঘোষণা দিয়েও ব্যাংক কমিশন গঠন করে যেতে পারেননি। আর এখন দেখা যাচ্ছে, বর্তমান অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে পুরোপুরিই এড়িয়ে থাকছেন।

 

শেয়ার