Top

পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

১৭ জানুয়ারি, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
পাবনা প্রতিনিধি :

পাবনার সুজানগর উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সুজানগরের সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধার মুখে পড়েছে। এসময় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। তবে সিনিয়র নেতাদের মধ্যস্ততায় সংঘর্ষ এড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে সুজানগর থানার সামনে এঘটনা ঘটে। এদিন উপজেলার মানিকদীর ইদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কিছুদূর অতিক্রম করে থানার সামনে গেলে নেতাকর্মীরা পুলিশী বাঁধার মুখে পড়ে।

এসময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধা অতিক্রম করে মিছিল করতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এতে বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। একপর্যায়ে মিছিলে থাকা সিনিয়র নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়। সিনিয়র নেতারা কর্মীদের ফিরিয়ে নিয়ে মানিকদীর ইদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ পুলিশ আমাদের মিছিলে বাঁধা দিয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দিয়ে পুলিশ আমাদের আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে চায়। কিন্তু আমাদের এই সংগ্রাম বানচাল করতে পারবে না। নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে আন্দোলন চালিয়ে যাবে এবং এই অবৈধ ভোট ডাকাত সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনার সাবেক সহ- সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে (মিছিলে পুলিশের বাঁধা) আমি কিছু বলতে পারবো না। বক্তব্য দিতে হলে আগে পাবনা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তাদের অনুমতি ছাড়া আনুষ্ঠানিক কোনও বক্তব্য দিতে পারবো না।

শেয়ার