Top
সর্বশেষ

কাউন্সিলর মানিকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৭ জানুয়ারি, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
কাউন্সিলর মানিকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর লালবাগে স্যার সলিমুল্লাহ এতিমখানায়, চলমান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) আজিমপুর এতিমখানার সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এলাকাবাসী ছয় দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে, সরকারি আইন না মেনে করা স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার অবৈধ কমিটি বিলুপ্ত করে নবাব পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি করা। এছাড়া কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নিয়ে কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, দুর্নীতিবাজ ও অপপ্রচারকারী চক্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র করে গড়ে উঠা একটি দুর্নীতিবাজ চক্রকে দুর্নীতিতে বাধা দেয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মানিক।

শেয়ার