Top
সর্বশেষ

ইসরায়েলের নজরদারি সফটওয়্যার কিনতে চেয়েছিল মিয়ানমার সরকার

১৮ জানুয়ারি, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ
ইসরায়েলের নজরদারি সফটওয়্যার কিনতে চেয়েছিল মিয়ানমার সরকার
তথ্রপ্রযুক্তি ডেস্ক :

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান শুরু হয়। এর এক মাস আগে ইসরায়েলের কগনাইট সফটওয়্যার লিমিটেডের কাছ থেকে নজরদারি সফটওয়্যার কিনতে চেয়েছিল দেশটির রাষ্ট্র মালিকানাধীন একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। এ-সংক্রান্ত নথিপত্র থেকে এমনটাই জানতে পেরেছে রয়টার্স।

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলের কাছে দায়ের করা মামলার নথি ১৫ জানুয়ারি প্রকাশ্যে আসে। ২০১৭ সালে দেশটির সুপ্রিম কোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েল জানিয়েছিল, তারা মিয়ানমারের কাছে নিরাপত্তা প্রযুক্তি সরবরাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু এর পরেও কগনাইটের কাছ থেকে স্পাইওয়্যার বা নজরদারি সফটওয়্যার কেনার চুক্তিটি প্রকাশ্যে এল।

রাষ্ট্রীয় অনুরোধের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার বিষয়টি গোপন রাখার কথা বলা হলেও ইসরায়েল সরকার বেশ কয়েকবার মিয়ানমারের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি রফতানি বন্ধের বিষয়টি উল্লেখ করেছে। ইসরায়েলের মানবাধিকারবিষয়ক শীর্ষ আইনজীবী ইতাই মাকের নেতৃত্বে মামলাটি করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও এ চুক্তি সম্পন্ন হওয়ায় এর ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

মামলায় কগনাইট এবং দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজ্ঞাত কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়, সংশ্লিষ্টরা এমন চুক্তি তত্ত্বাবধান করে, যা মিয়ানমারকে মানবতার বিরুদ্ধে অপরাধ পরিকল্পনায় সহায়তার পাশাপাশি উৎসাহ দিয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশটির সাবেক স্পিকার, অধিকার কর্মী, শিক্ষাবিদ, লেখকসহ ৬০ জনের বেশি ইসরায়েলি নাগরিকের পক্ষে মামলাটি করা হয়েছে। ‘জাস্টিস ফর মিয়ানমার’ নামের এক অধিকার সংগঠনের কাছ থেকে এ চুক্তির নথি পেয়েছে রয়টার্স। এটি আসলে ২০২১ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংস্থা মিয়ানমার পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসের (এমপিটি) কাছ থেকে ইসরায়েলের নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো একটি চিঠি।

চিঠিতে ইন্টারসেপ্ট নামে পরিচিত এ প্রযুক্তি বিক্রির অন্যতম কোম্পানি হিসেবে কগনাইটের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ২০২০ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে সফটওয়্যারটি কেনার আদেশ দেয়া হয়। স্পাইওয়্যার বা নজরদারি সফটওয়্যারটি টেলিকম বা ইন্টারনেট কোম্পানির সহায়তা ছাড়াই নিয়ন্ত্রকদের যে কারো অডিও কল শোনার, টেক্সট মেসেজ ও ই-মেইল দেখার সক্ষমতা দিতে পারে।

কগনাইটের মুখপাত্র, মিয়ানমারের সামরিক সরকার ও এমপিটির সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এমপিটিতে জাপানের টেলিযোগাযোগ কোম্পানি কেডিডিআই করপোরেশন ও সুমিতোমো করপোরেশনের শেয়ার রয়েছে। তাদের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নজরদারি সফটওয়্যার ব্যবহারে মিয়ানমারের পরিকল্পনা সম্পর্কে অবগত দুটি সূত্র আলাদাভাবে রয়টার্সকে জানায়, এমপিটি কগনাইট সফটওয়্যারের এ নজরদারি ব্যবস্থা পরীক্ষা করে দেখেছে। মিয়ানমারের জান্তা সরকারের ভয়ে তারা পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে।

সফটওয়্যার ব্যবহারের বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র ও তিন ব্যক্তি রয়টার্সকে এমপিটির স্পাইওয়্যার ব্যবহারের বিষয়টি জানিয়েছে। তবে কারা সফটওয়্যারটি সরবরাহ করেছে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ প্রযুক্তি কেনার জন্য কগনাইটের সঙ্গে এমপিটি চুক্তি চূড়ান্ত করেছিল কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালে মিয়ানমারে অং সান সু চির শাসনামলে দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস দমন-পীড়ন চালায়। সে সময় মিয়ানমারের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রযুক্তি রফতানি নিয়ে ইসরায়েলের সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সামরিক অভ্যুত্থান শেষে ইসরায়েলের সুপ্রিম কোর্টে মাকের নেতৃত্বে একটি আবেদন করা হয়। সেখানে মিয়ানমারে অস্ত্র রফতানি নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন জানানো হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক বিরোধীসহ হাজার হাজার মানুষ হত্যা করেছে জান্তা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অপরাধী ধরার জন্য বিশ্বের অনেক দেশের সরকারই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে গভীর তদন্তের অনুমতি দেয়। তবে সাধারণত কোনো আইনি প্রক্রিয়া ছাড়া এসব প্রযুক্তির প্রয়োগ ঘটে না। এর আগে দেশটির শিল্প নির্বাহী ও অধিকারক র্মীরা তাদের বক্তব্যে মিয়ানমারের জান্তা মানবাধিকার সুরক্ষার বিষয়টি উপেক্ষা করেই স্পাইওয়্যার ব্যবহার করেছে বলে জানায়।

 

শেয়ার