Top
সর্বশেষ

বিশ্বসেরা লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল সী পার্ল

১৮ জানুয়ারি, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
বিশ্বসেরা লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল সী পার্ল
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের সেরা লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার লিমিটেড। পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ গ্লোবাল অর্গানাইজেশন ‘দ্যা ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস’ থেকে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। সেরা রিসোর্টের পুরস্কার ছাড়াও সেরা লাক্সারি স্পা অ্যাওয়ার্ডও জিতেছে সী পার্ল। এছাড়া কোম্পানিটির জিএম আজিম শাহ একই অনুষ্ঠানে সেরা জেনারেল ম্যানেজার পুরস্কার জিতেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সেরা জিএম স্বীকৃতি পাওয়া আজিম শাহ বলেন, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সী পার্ল পরিবার অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত। এই স্বীকৃতি শুধুমাত্র সী পার্ল এর নয় পুরো বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য এটি একটি অনন্য স্বীকৃতি। এই অর্জন লাক্সারি রিসোর্ট হিসেবে নয় যা আমাদেরকে আগত অতিথিদের সেবা প্রদানের নিশ্চয়তার দায়বদ্ধতা কে আরো বাড়িয়ে তোলবে।

তিনি বলেন, সী পার্লকে শুধু দেশের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে সেরা রিসোর্টে হিসাবে পরিণত করার জন্য সার্বক্ষনিক কাজ করে চলেছে সী পার্ল টিম এবং এই স্বীকৃতি পুরো টিমকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

হোটেলে আগত অতিথিদের সেবার মান প্রতিনিয়ত বাড়ানোর মাধ্যমে দেশের ভ্রমণপ্রিয় পর্যটকদের পাশাপাশি সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও প্রফেশনালদেরকে বিশ্বসেরা সেবা প্রদানের মাধ্যমে বিশ্বসেরাদের কাতারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। সেবার মান বৃদ্ধি পাওয়ায় সী পার্ল দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও স্বীকৃতি পাবে তা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন হোটলের জেনারেল ম্যানেজার আজিম শাহ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ই সেপ্টেম্বর চালু হওয়া কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এই পাঁচ তারকা এই
হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে। শুরু হবার পর থেকেই দেশের ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গা হয়ে ওঠে এই রিসোর্টটি। কক্সবাজার ও ইনানী বীচকে দক্ষিন এশিয়ায় বহিঃবিশ্বের পর্যটকদের গন্তব্যস্থল হিসেবে আকৃষ্ট করার জন্য বিশ্বমানের সকল সুযোগ রিসোর্টটিতে যুক্ত করা হয়েছে বর্তমান সময়োযোগী সকল বিনোদন ব্যবস্থা। তার মধ্যে অন্যতম হল ওয়াটার পার্ক।

এ ছাড়াও রিসোর্টটিতে সুবিধা সম্বলিত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর মনোরম পরিবেশে হোটেলটি নির্মাণ করা হয়েছে। পর্যটকদের পরিপূর্ণ বিনোদনের জন্য রয়েছে চিলড্রেন পার্ক, এমপিথিয়েটার, প্যারাগ্লাডিং, বীচ ফুটবল, ভার্চ্যুয়াল গলফ, থ্রিডি সিনেমা এবং অন্যান্য বিনোদন উপকরণ। এসবের পাশাপাশি ৯টি রেস্টুরেন্ট, ৩টি বার, ৬টি মিটিং ও কনভেনশন ভেন্যু, ২টি সুইমিংপুল, টেনিস ও ব্যাডমিন্টন খেলাসহ নানা সুবিধাসমূহ সী পার্ল কক্সবাজারকে দেশের লাক্সারি রিসোর্টের কাতারে শীর্ষ স্থানে অবস্থান নিশ্চিত করেছে।

বিপি/এএস

শেয়ার