Top
সর্বশেষ

তিন বছর পর চীন মালদ্বীপে ফ্লাইট চালু করলো

১৯ জানুয়ারি, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
তিন বছর পর চীন মালদ্বীপে ফ্লাইট চালু করলো
প্রবাস ডেস্ক :

লকডাউনের কারণে ২০২০ সাল থেকে মালদ্বীপের সঙ্গে চীনের সীমানা বন্ধ ছিল। তাই চীনা পর্যটকদের ভ্রমণ কমে যায় মালদ্বীপে।

প্রায় তিন বছর পর বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে চীন থেকে বেইজিং ক্যাপিটাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট মালদ্বীপে যায়। এই এয়ারলাইন্সটি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মালদ্বীপে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে।

এই এয়ারলাইন্স ছাড়াও চলতি মাসে অন্যান্য এয়ারলাইন্স মালদ্বীপে পুনরায় তাদের কার্যক্রম শুরু করবে। এগুলোর মধ্যে রয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং হংকং এয়ারলাইন্স।

মালদ্বীপের পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুম স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় চীন থেকে লাখের বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণে আসবেন। গত বছর মালদ্বীপে যাওয়া চীনা পর্যটকের সংখ্যা ছিল ১২ হাজার।

মন্ত্রী মনে করেন, জনসাধারণের সহযোগিতায় এই সংখ্যা আরও বাড়তে পারে এবং এটি মালদ্বীপের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

গত ছয় বছর ধরে মালদ্বীপে পর্যটকদের দিক দিয়ে শীর্ষে চীন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০১০ সাল থেকে ২০২০ সালে মহামারি পর্যন্ত মালদ্বীপের পর্যটন বাজারের শীর্ষ স্থানে ছিল চীন।

মালদ্বীপ সরকার এই বছর ১ দশমিক ৮ মিলিয়ন পর্যটকের আশা করছে, যা ২০১৯ সালে রেকর্ড ১ দশমিক ৭ মিলিয়নের চেয়ে বেশি।

 

শেয়ার