Top

স্মার্টফোনের জন্য স্যামসাংয়ের নতুন ইমেজ সেন্সর উন্মোচন

১৯ জানুয়ারি, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
স্মার্টফোনের জন্য স্যামসাংয়ের নতুন ইমেজ সেন্সর উন্মোচন
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

স্মার্টফোনের বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে স্যামসাং। এর অংশ হিসেবে এবার ২০০ মেগাপিক্সেলের নতুন আরেকটি ইমেজ সেন্সর উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এটি আইসোসেল এইচপি২ নামে এসেছে। এর রেজল্যুশন আরো বেশি উন্নত এবং প্রিমিয়াম স্মার্টফোনে ভালো ছবি তুলতে সহায়তা করবে।

নতুন ইমেজ সেন্সরটিতে ১ বা ১ দশমিক ৩ ইঞ্চির অপটিক্যাল ফরম্যাটে ২০ দশমিক ৬ মাইক্রোমিটার পিক্সেল রয়েছে। স্যামসাংয়ের তথ্যানুযায়ী ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরাযুক্ত স্মার্টফোনগুলোয় এ সেন্সর ব্যবহার করা হয়। ফ্ল্যাগশিপ বা হাইএন্ড যেসব স্মার্টফোনে এ প্রসেসর রয়েছে সেগুলোয় এ সেন্সর বেশি রেজল্যুশনের ছবি তুলতে সহায়তা করে। এছাড়া ডিভাইসের পেছনে ক্যামেরা বাম্পও অনেকাংশে কমিয়ে দেয়।

স্যামসাংয়ের সেন্সর বিজনেস টিমের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইম জুন সিও বলেন, স্যামসাংয়ের আইসোসেল এইচপি২-তে উন্নত ইমেজ সেন্সর প্রযুক্তি রয়েছে এবং এটি ভালো ডিটেইল ধারণে পারদর্শী। এক বিবৃতিতে স্যামসাং জানায়, নতুন পণ্যটি স্যামসাংয়ের নতুন ডুয়াল ভার্টিকল ট্রান্সফার গেট প্রযুক্তি ব্যবহার করে। এটি স্মার্টফোন ক্যামেরা বাজারে প্রথম। বেশি আলোয় কোনো ছবি তোলা হলে এটি ওয়াশ আউট ইফেক্ট কমিয়ে ছবিকে প্রাণবন্ত ও বাস্তব করে তোলে।

এইচপিটু সেন্সরে অ্যাডভান্সড পিক্সেল বাইনিং প্রযুক্তি টেট্রাটুপিক্সেল ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সাইজের পিক্সেলে ক্যামেরায় তোলা ছবি ফুটিয়ে তুলতে এটি সাহায্য করে। কম আলোয় কোনো ছবি ধারণ করা হলে এ প্রযুক্তি ছবির গুণ-মান ঠিক রাখে। হাই রেজল্যুশনের এইটকে ভিডিও ধারণের সময়ও এটি সহায়তা করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হাই ডায়নামিক রেঞ্জে (এইচডিআর) ছবি তোলার সময় উন্নত অভিজ্ঞতা পেতে স্যামসাং ৫০ মেগাপিক্সেলে মোডে প্রথমবারের মতো ডিএসজি ফিচার চালু করতে যাচ্ছে। এরই মধ্যে আইসোসেল এইচপি২ সেন্সরের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে বলেও স্যামসাং সূত্রে জানা গেছে।

 

শেয়ার