Top

সাগর বিধৌত কক্সবাজারে দুইদিনব্যাপী জাতীয় উদ্যোক্তা সম্মেলন শুরু

১৯ জানুয়ারি, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
সাগর বিধৌত কক্সবাজারে দুইদিনব্যাপী জাতীয় উদ্যোক্তা সম্মেলন শুরু
মাহবুব হুসাইন, রাজশাহী :

“স্বপ্ন আমার প্রচেষ্টা সবার, স্বনির্ভর জাতি গঠনে দুর্দম পদক্ষেপ ” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন এবং এসএমই ফাউন্ডেশন হতে প্রশিক্ষণপ্রাপ্ত সারাদেশের নিবন্ধিত উদ্যোক্তাদের মানোন্নয়নের ধারাবাহিকতায় বাছাইকৃত তরুণ উদ্যোক্তাদের নিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় উদ্যোক্তা ফাউন্ডেশন ১৮ ও ১৯ জানুযারি দুইদিনব্যাপি জাতীয় উদ্যোক্তা সম্মিলন ২০২৩ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার চেম্বার এন্ড কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা এবং প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য প্রধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ ও এলা প্যাডের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সামাজিক উদ্যোগের কর্ণধার মামুনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আদহাম বিন ইব্রাহিম। সার্বিক তত্বাবধানে ছিলেন মোহাম্মদ সাইমুন কামাল প্রিন্স। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মাহবুব রহমান।

এছাড়াও সম্মেলনে রাজশাহী বিভাগীয় বেশ কিছু সফল উদ্যোক্তা স্টল দিয়ে তাদের প্রতিষ্ঠানের প্রদর্শন করছেন।

আইটি পার্টনার হিসেবে রয়েছেন রাজশাহীর সফল আইটি ইন্সটিটিউট সিবিএ আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইন্সটিটিউট।

 

শেয়ার