ক্লায়েন্টদের উদ্দেশে এন্টারপ্রাইজভিত্তিক সফটওয়্যার তৈরি খাতের শীর্ষস্থানীয় উদ্ভাবক প্রতিষ্ঠান ভিএমওয়্যার এর নলেজ শেয়ারিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) বাংলাদেশে ভিএমওয়্যার এবং গর্বিত পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর যৌথ উদ্যোগে গুলশানের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে “Empower Today’s Distributed workforce with VMware Anywhere Workspace” শীর্ষক এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ।
অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল “VMware Anywhere Workspace” কীভাবে VMware কর্মীদের নিরাপদ, ঝামেলাহীন অভিজ্ঞতার সাথে যে কোনও জায়গা থেকে কাজ করতে সক্ষম করে তা নিয়ে আলোচনা করা।
অনুষ্ঠানটিতে সম্ভাব্য ক্লায়েন্টরা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিএমওয়্যার কান্ট্রি ম্যানেজার সাইদ আহমেদ খান (বাংলাদেশ,নেপাল এবং ভুটান), পার্টনার বিজনেস ম্যানেজার আলেয়া শাহনাজ এবং রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ আজগর রেজা (Anywhere Workspace – Asian Emerging Markets)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। আরো উপস্থিত ছিলেন উভয়পক্ষের সলিউশন টীমের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ড এর সফটওয়্যার টীম হেড কাজী মোদাব্বের হোসেন রাসেল।
বিপি/এমএইচ