Top
সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে কম্বল বিতরণ

১৯ জানুয়ারি, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে কম্বল বিতরণ
নেত্রকোণা প্রতিনিধি :

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের উদ্যোগে দুই শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে কেন্দুয়া পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মো. হুমায়ূন কবীর খান রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূইয়া প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার