Top

দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

০৮ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২ বারে ৮ হাজার ২০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য৩ লাখ ৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমান ফিডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪১৫ বারে ১৬ লাখ ৮৬হাজার ৫২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা  সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে। ফান্ডটির ৬১১ বারে  লাখ ৫৬ হাজার ৮৯৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বিডি থাইয়ের ৪ দশমিক ৯৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯৫ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৮ দশমিক ৪৯ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২৬ শতাংশ, গোল্ডেন সনের  ৭ দশমিক ৮৭ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ দশমিক ৮৩ শতাংশ ও রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর ৭ দশমিক ৮২ শতাংশ কমেছে।

শেয়ার