Top
সর্বশেষ

টুইটারের ব্লু ভেরিফিকেশন চালু অ্যান্ড্রয়েডে

২১ জানুয়ারি, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
টুইটারের ব্লু ভেরিফিকেশন চালু অ্যান্ড্রয়েডে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

আইওএস অপারেটিং সিস্টেমের পর এবার অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য ব্লু ভেরিফিকেশন ফিচার চালু করেছে টুইটার। এখন থেকে ব্যবহারকারীরা স্মার্টফোনের অ্যাপ থেকে সরাসরি সাবস্ক্রিপশন করতে পারবে।

ফিচারটি চালু হওয়ায় ব্যবহারকারীরা যেকোনো ডিভাইস থেকে এখন তাদের পরিচয় শনাক্ত বা যাচাই করতে পারবে। ব্লু টিক বা ব্লু চেক ভেরিফিকেশন ফি বাড়ানোর পর পরই এটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য চালু করা হলো। বর্তমানে পরিষেবাটি গ্রহণে প্রতি মাসে ১১ ডলার ফি দিতে হয়। তবে এখানেও কম খরচের সুবিধা রয়েছে।

সাপোর্ট পেজে দেয়া এক আপডেটে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি দীর্ঘ অপেক্ষার পর অ্যান্ড্রয়েড প্লাটফর্মে সাবস্ক্রিপশন পরিষেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। ইলোন মাস্কের হাতে মালিকানা যাওয়ার পর প্রথম পর্যায়ে যখন ভেরিফিকেশন চালু করা হয়, তখন চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তবে বর্তমানে এ কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দ্য ভার্জের তথ্যানুযায়ী, ১৯ জানুয়ারি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ফিচারটি চালু করে টুইটার। তবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।

আগে বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য পরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে বিনামূল্যে ব্লু টিক ভেরিফিকেশন দিত টুইটার। তবে এখন থেকে পরিষেবাটি গ্রহণে সবাইকে নির্ধারিত ফি দিতে হবে। ইলোন মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে অনেক প্রতিষ্ঠান টুইটার ত্যাগ করতে থাকে। বিশেষ করে বিজ্ঞাপনদাতারা চলে যাওয়া শুরু করে। তাদের ধরে রাখতে ও অর্থ উপার্জনে নতুন উপায় হিসেবে ২০২২ সালে সেবাটি চালু করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের অ্যাপ স্টোরের মতো অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে আর্থিক ফি দেয়ার নিয়ম চালুর কারণেই সম্ভবত দাম বাড়িয়েছে টুইটার।

ব্লু গ্রাহক সেবার বার্ষিক পরিকল্পনা কেবল ওয়েব সংস্করণের বেলায় প্রযোজ্য। তবে এর দাম এখনো ৮ ডলার। ফলে ওয়েব সংস্করণে সেবাটি চালাতে বছরে ব্যবহারকারীদের ৮৪ ডলার ব্যয় করতে হবে। অ্যান্ড্রয়েডে দাম নির্ধারণের পরিকল্পনা সম্পর্কে টুইটারের মন্তব্য জানতে চাইলেও কোনো জবাব পাওয়া যায়নি।

গত ডিসেম্বরের শুরুতে মাস্ক জানিয়েছিলেন, টুইটারে যাদের অ্যাকাউন্টে ব্লু টিক ভেরিফিকেশন থাকবে তারা বাকিদের তুলনায় অর্ধেক বিজ্ঞাপন দেখতে পাবে। এছাড়া চলতি বছর থেকে তুলনামূলক উচ্চমূল্যের বিজ্ঞাপনবিহীন গ্রাহক সেবা চালুর কথাও জানিয়েছিলেন টুইটারের নতুন প্রধান নির্বাহী।

 

শেয়ার