শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শেরপুর সদরের বাজিতখিলা প্রতাবিয়া গ্রামের একটি কাঠ বাগান থেকে আব্দুর রফিক নামের এক কৃষকের গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ । নিহত আব্দুর রফিক ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের সাথে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত মামলা চলে আসছিলো।বৃহস্পতিবার মামলার জামিনে আসে আব্দুর রফিক। রাত এগারোটায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলো সে। পরে সকালে বাড়ীর পাশের এক বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের কারণেই আঙ্গুর ও তার লোকজন রফিককে খুন করেছে। তবে পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।
শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাইম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। একাধিক টিম মাঠে কাজ করছে।