পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের সর্বশেষ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে কোম্পানি তিনটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-স্যোসাল ইসলামী ব্যাংক, রেকিট বেনকিজার ও আনোয়ার গ্যালভানাইজিং।
স্যোসাল ইসলামী ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২০) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ০.৫০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৯ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ০.১১ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।
এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ০.১১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১০ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮৮ টাকায়।
রেকিট বেনকিজার: চলতি হিসাব বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৭.৫১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭.২৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২০.২৩ টাকা বা ৫৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ইপিএস হয়েছে ৩৩.৪৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২১.৮২ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ১১.৬৫ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০০.১৫ টাকায়।
আনোয়ার গ্যালভানাইজিং : চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ৬৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৫৬ পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৯৭ পয়সা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৮৪ পয়সা। গত ৩১ মার্চ শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩২ পয়সা।