Top
সর্বশেষ

বিইপিসিএল’র ১ হাজার ২৩ কোটি টাকার কর মওকুফ

২১ জানুয়ারি, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
বিইপিসিএল’র ১ হাজার ২৩ কোটি টাকার কর মওকুফ
নিজস্ব প্রতিবেদক :

চীনের ‘পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড’ ও বাংলাদেশের আইসোটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘আইসোটেক ইলেট্রিফিকেশন কোম্পানি লিমিটেড’ এর যৌথ প্রকল্প বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল) কে ১০২৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ৬১৮ টাকা কর মওকুফ করেছে সরকার।

বরিশালে ৩০৭ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রজেক্ট ফাইনেন্সিং ডকুমেন্টস এবং ডিডস নিবন্ধনের ক্ষেত্রে আরোপনীয় স্ট্যাম্প ডিউটি বাবদ এ টাকা মওকুফ করা হয়।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধা দেয়া হয়।

এতে বলা হয়, স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯ এর সেকশন ৯ এর ক্লজ (এ)-তে প্রদত্ত ক্ষমতাবলে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল) কোম্পানিকে ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আরোপিত স্ট্যাম্প ডিউটি বাবদ মোট ১০২৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ৬১৮ টাকা কর মওকুফ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, শেয়ার প্লেজ এগ্রিমেন্ট বাবদ ১৮কোটি ১৫ লক্ষ ৮০ হাজার ৬২৫ টাকা, ল্যান্ড লিজ এগ্রিমেন্ট এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, ইন্সুরেন্স এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, সিকিউরিটি এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, এসাইনমেন্ট অব একাউন্টস বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ কোটি টাকা, প্লেজ অব শেয়ার এগ্রিমেন্ট বাবদ ১৮ কোটি ১৫ লক্ষ ৮০ হাজার ৬২৫ টাকা, এসাইনমেন্ট অব সিনো শিওর ইক্যুইটি পলিসি বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, ডিডস অব মর্টগেজ বাবদ ৩ কোটি ৬৩ লক্ষ ১১ হাজার ১২৫ টাকা, ট্রান্সমিশন লাইন কন্ট্রাক্ট এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, ও এন্ড এম এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা, সিএসএ এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা, সিটিএ এসাইনমেন্ট এগ্রিমেন্ট বাবদ ১০৮ কোটি ৯৪ লক্ষ ৮৩ হাজার ৭৫০ টাকা , ল্যান্ড লিজ এগ্রিমেন্ট বাবদ ১০ কোটি ৪৩ লক্ষ ৬৫৪ টাকা, প্রজেক্ট ল্যান্ড লিজ পারচেইজ টাইটেল ডিডস বাবদ ১ কোটি ১৪ লক্ষ ১৭ হাজার ২৮০ টাকা, মেরিন ইন্সুরেন্স বাবদ ১ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৫৮ টাকা।

 

দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০১৮ সালে বরগুনায় ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০২২ সালের শুরু থেকেই উৎপাদনে যাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু এখনো উৎপাদনে যায়নি। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ন্যূনতম ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা (৫৪০ মিলিয়ন মার্কিন ডলার)। ৩০০ একর জমির ওপর নির্মিতব্য এই প্লান্ট থেকে চুক্তি অনুযায়ী সরকারকে ২৫ বছর বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দর ধরা হয়েছে ৬ দশমিক ৭৭ টাকা (প্রতি টন কয়লার দর ১২০ ডলার হিসাবে)। তবে কয়লার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম পড়বে ৪ টাকা।

শেয়ার