যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান টি-মোবাইলে আবারো সাইবার হামলার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, হামলায় ৩ কোটি ৭০ লাখ পোস্টপেইড ও প্রিপেইড ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। পাশাপাশি বড় ধরনের অর্থ ব্যয়ের ইঙ্গিতও দেয়া হয়েছে।
দুই বছরেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে ২০২১ সালে আরেকটি হামলার ঘটনায় ৭ কোটি ৬৬ লাখ গ্রাহকের তথ্য বেহাত হয়। সে সময় দায়ের করা মামলা নিষ্পত্তির সময় প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছিল। ৫ জানুয়ারি প্রতিষ্ঠানটি তাদের সিস্টেমে সন্দেহভাজন কার্যক্রম শনাক্ত করে এবং একদিনের মধ্যেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিবৃতিতে জানানো হয়, আর্থিক লেনদেনসহ গ্রাহকদের সংবেদনশীল কোনো তথ্য ফাঁস হয়নি। তবে গ্রাহকদের নাম, বিলিং ঠিকানা, ই-মেইল, ফোন নম্বরসহ কিছু সাধারণ তথ্য বেহাত হয়েছে বলে জানিয়েছে টি-মোবাইল। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের হামলার বিষয়ে জানানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) একজন মুখপাত্র জানান, নিয়ন্ত্রক কমিটি ঘটনা তদন্তে কাজ শুরু করেছে। তিনি বলেন, গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা কোম্পানিগুলোর দায়িত্ব। যখন তারা সেটি নিশ্চিতে ব্যর্থ হবে তখন আমাদের কাছে এর জবাবদিহিতা করতে হবে।