স্বতন্ত্র ক্ল্যাসিক্যাল মিউজিক অ্যাপ তৈরিতে এখনো কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইওএস ১৬ এর গোপন কোড থেকে এটি জানা গেছে। আগামী বছর এটি উন্মোচন করা হতে পারে।
ম্যাকরিউমরস জানায়, টুইটারে আইএসডব্লিউ আপডেট নামে একটি অ্যাকাউন্ট প্রথমে গোপন কোডের বিষয়ে জানতে পেরেছে। আইওএস ১৬.৩ সফটওয়্যার আপডেটটির চূড়ান্ত পরীক্ষা চলছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে তবে অ্যাপটি কবে নাগাদ আনা হবে সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
কোডের তথ্যানুযায়ী, টেক জায়ান্টটি লাইন অব টেক্সটে পরিবর্তন এনেছে, যেটি অ্যাপলের স্ট্যান্ডার্ড মিউজিক অ্যাপে কাজ করবে। এটি ব্যবহারকারীদের অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যালে নিয়ে যাবে, যা থেকে ধারণা করা হচ্ছে, আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি হয়তো অ্যাপের নাম পরিবর্তন করেছে।
২০২১ সালের আগস্টে এক বিবৃতিতে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছিল, প্রতিষ্ঠানটি প্রাইমফোনিক নামের একটি ক্ল্যাসিক্যাল মিউজিক পরিষেবা প্লাটফর্ম অধিগ্রহণ করেছে। সেই সঙ্গে ২০২২ সাল নাগাদ নিজস্ব ক্ল্যাসিক্যাল মিউজিক অ্যাপ বাজারে উন্মোচন করবে। তবে সে ঘোষণা এখনো আলোরমুখ দেখেনি।