২০১৭ সালে আল্টস্পেস ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি অধিগ্রহণ করে টেক জায়ান্ট মাইক্রোসফট। অধিগ্রহণ করলেও সে রকম কোনো ফল পায়নি উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি। শিগগিরই প্লাটফমর্টি বন্ধ করে দেয়া হবে। সফটওয়্যার জায়ান্টটির অন্য একটি ফিচারের অধীনে এর কার্যক্রম পরিচালিত হবে।
ব্যবহারকারীদের এক ঘোষণায় আল্টস্পেস ভিআর টিম জানায়, মাইক্রোসফটের নতুন অগমেন্টে বা ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্ম মেশে স্থানান্তরিত হওয়াই প্রধান লক্ষ্য। ১০ বছরের পথচলায় আল্টস্পেস ভিআর ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দিয়েছে। এটি মূলত একটি ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্ম। যেখানে ব্যবহারকারীরা অংশ নিতে পারে এবং নিজেদের কমিউনিটির সঙ্গে যোগাযোগ করতে পারে।
আল্টভিআর টিমের এক ব্লগ পোস্ট অনুযায়ী, আগামী ১০ মার্চ আল্টস্পেস ভিআর প্লাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এরও এক মাস পর থেকে ব্যবহারকারীদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে। এটি মূলত সোশ্যাল ভিআর প্লাটফর্ম হিসেবে পরিচিত। যেটি ভার্চুয়াল অভিজ্ঞতার মাধ্যমে কমিউনিকেশন ও কানেক্টিভিটির সুবিধা দেয়।
২০১৩ সালে এরিক রোমোর হাত ধরে কোম্পানিটির যাত্রা এবং ২০১৫ সালে প্রথম পণ্য বাজারজাত করা হয়। কোম্পানিটি অনেক বড় কোম্পানিকে আকৃষ্ট করতে সক্ষম হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসফট। ভার্চুয়াল রিয়েলিটিকে যখন শুধু গেম ও বিনোদনের মাধ্যম ভাবা হতো তখনই আল্টস্পেস ভিআর বিশ্বকে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। আল্টভিআর টিম জানায়, মাইক্রোসফট মেশ প্লাটফর্মের মাধ্যমে তাদের পরিষেবা অব্যাহত থাকবে। শুধু গেমিং নয় বর্তমানে বিভিন্ন শিল্প খাতে ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মের ব্যবহার রয়েছে।