পাবনার ঈশ্বরদীতে তীব্র শীত ও ঘন কুয়াশায় ঈশ্বরদী উপজেলার বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা শীত ও কুয়াশার ক্ষতিকর প্রভাব থেকে বীজতলা রক্ষার জন্য বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ছিটিয়েও ভালো ফল পাচ্ছেন না।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে বোরোসহ প্রায় সব ফসলের বীজতলাই ক্ষতিগ্রস্ত হয়। ঈশ্বরদীতে ২০ দিন ধরে তাপমাত্রা ৯/১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এ রকম আবহাওয়া থাকলে এবার উপজেলায় বোরোর চারার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে প্রচন্ড শীত আর ঘন কুয়াশার সঙ্গে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৭ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত । এই অবস্থায় প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন ও গবাদি পশুর অবস্থা কাহিল। নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের বোরো ধানের বীজতলা। কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় এবার ২০০/২১০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলায় তৈরি করা হয়েছে। টানা ঘন কুয়াশা ও নিম্নমুখী তাপমাত্রার কারণে অধিকাংশ বীজতলাই ক্ষতির মুখে পড়েছে। প্রতিদিনই আলাদা যত্ন নিলেও বীজতলা ক্রমেই হলুদ রং ধারণ করছে।
দিয়াড় সাহাপুর গ্রামের কৃষক জামাত আলী জানান, ধান রোপণ করার যোগ্য হয়ে ওঠার আগেই বীজতলার চারা হলুদ হয়ে যাচ্ছে। কোনোমতেই ঠেকানো যাচ্ছে না কুয়াশার প্রভাব।
একই এলাকার কৃষক নজরুল জানান, ঈশ্বরদীতে কুয়াশায় আচ্ছাদিত বীজতলা। বীজতলার খুব ক্ষতি হচ্ছে। চার বিঘা জমিতে বোরো ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করে রেখেছি । চারা ওঠাতে না পারায় আবাদ বিলম্বিত হচ্ছে। শীতের প্রকোপ না কমলে বীজতলা থেকে চারা ওঠানো এবং জমিতে তা রোপণ করা যাচ্ছে না। একই অবস্থা তার মতো উপজেলার প্রায় কৃষকের।
কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, এবার ২ হাজার ৯৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা, বীজতলার অবস্থা বর্তমানে মোটামুটি ভালো কিছু কিছু জায়গায় বেশী ঠান্ডার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে । সেগুলাতে সালফার জাতীয় ও ছত্রাকনাশক কীটনাশক দিতে বলা হয়েছে ও কৃষকদের বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গত শনিবার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার ৮ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা ছিল।