Top

সিরাজগঞ্জে যমুনায় অসংখ্য চর জেগে ওঠায় বিঘ্ন ঘটছে নৌ চলাচল

২২ জানুয়ারি, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় অসংখ্য চর জেগে ওঠায় বিঘ্ন ঘটছে নৌ চলাচল
সিরাজগঞ্জ প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে পলি জমে সিরাজগঞ্জের যমুনা নদীতে জেগে ওঠেছে অসংখ্য চর ও ডুবোচর। এ কারণে যমুনায় নৌযান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার অধিকাংশ স্থানে চর ও ডুবোচর জেগে উঠেছে। বর্ষায় ভরা মৌসুমে যেখানে পানিতে ভরপুর ছিল আজ সেখানেই জেগে উঠেছে হাজার হাজার একর ফসলি জমি। জেগে ওঠা এ জমির মালিকেরা বালুচরে বাদাম, কলাই, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন। ফসল চাষের জমি জেগে উঠলেও যমুনার সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে।

কারণ সম্পর্কে বিশিষ্টজনেরা বলছেন, সময়মতো যমুনা নদী খনন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, শীত এলেই নদীর বুকজুড়ে জেগে ওঠে চর ও আবাদি জমি। এসব জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়। বর্ষা মৌসুমে পানির সঙ্গে যুদ্ধ করে থাকলেও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। এখন যমুনায় অসংখ্য চর ও ফসলি জমি জেগে উঠেছে এবং যোগাযোগ ব্যবস্থাও খারাপ হয়ে গেছে।

এছাড়া পানি কমে যাওয়ায় নৌ-শ্রমিক এবং জেলেরা এখন প্রায় বেকার হয়ে পড়েছে। সিরাজগঞ্জ, চৌহালী ও এনায়েতপুর নৌ-ঘাটের শ্রমিকেরা বলেন, প্রায় ১৬ বছর ধরে নৌ শ্রমিকের কাজ করলেও এখন দেখা যাচ্ছে শীতকালে যমুনা নদী বিভিন্ন স্থানে নালায় পরিণত হয়ে যাচ্ছে। এ কারণে যমুনার বিভিন্ন নৌ চলাচলে বিঘ্ন ঘটছে। এজন্য অন্য পেশায় যাওয়ার চিন্তাও করছে তারা।

এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার বলেন, বর্ষাকালে যমুনা নদী তার যৌবন ফিরে পায়। এ নদী শীতকালে পানিশূন্য থাকে। নদীর বিভিন্ন স্থানে এখন চর জেগে উঠেছে। এ কারণে যমুনা নদীতে স্রোতও নাই। ভাঙন এলাকার কোথাও এখন ভাঙ্গনও নেই। তবে ভাঙন এলাকা সংস্কার কাজ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার