Top
সর্বশেষ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প

২২ জানুয়ারি, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক :

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার কাশিনাথপুরের মির্জাবাড়িতে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৬ হাজার ৫৩৭ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ৬৫৮ জনকে ফ্রী চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

রোববার (২২ জানুয়ারি) ফ্রী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

এসময় গরীব শীতার্ত মানুষের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এদিন আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।

শেয়ার