চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী। রবিবার (২২ জানুয়ারী) সকালে ও বিকেলে বাস ও ভুটভুটির সাথে সংঘর্ষে তারা নিহত হয়।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের আশরাফুল ইসলাম আশার ছেলে দুলাল হোসেন (৩৫) ও গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত তাইজুদ্দিন টানুর ছেলে তরিকুল ইসলাম (৪২)।
রবিবার সকাল ১০টার দিকে কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলাদহা ব্রীজ এলাকায় ভুটভুটি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল হোসেন নিহত হয়েছেন। জানা যায়, দুলাল হোসেন তার নানার বাড়ি ঘোষলাদহা এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলওদা ব্রীজ এলাকায় পৌঁছালে পেছনে থেকে আসা একটি পেঁঁয়াজবাহী ভুটভুটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে, বিকেল ৩টার দিকে গোমস্তাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরিকুল ইসলাম নিহত হয়। গোমস্তাপুর উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রহনপুর থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তরিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্র নাথ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর দুই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।