Top
সর্বশেষ

কিউমুলাস পারমাণবিক শক্তির ডাটা সেন্টার স্থাপন করবে

২৩ জানুয়ারি, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
কিউমুলাস পারমাণবিক শক্তির ডাটা সেন্টার স্থাপন করবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

পেনসিলভানিয়ার উত্তর-পূর্বাঞ্চলে পারমাণবিক শক্তিনির্ভর ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে কিউমুলাস ডাটা।

ডাটা সেন্টারের কার্যক্রম পরিচালনায় বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সম্প্রতি প্রযুক্তিগত উন্নয়নের কারণে সেন্টারগুলোর কার্যকারিতা অনেক বেড়েছে। ফলে শক্তির চাহিদাও বাড়ছে। যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে শূন্য কার্বন নিঃসরণের পথে হাঁটছে তখন ডাটা সেন্টারগুলো বিদ্যুৎ ব্যয় কমাতেই হিমশিম খাচ্ছে।

সমস্যা মোকাবেলায় প্রতিষ্ঠানটি একটি ফ্ল্যাগশিপ ডাটা সেন্টার তৈরিতে কাজ করছে, যেটি ৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় করবে। একে সুসকেহানা বলা হয়। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। অর্ধাৎ ৪৮ মেগাওয়াটনির্ভর তিন লাখ বর্গফুটের জায়গাটি ভাড়া দেয়ার জন্য প্রস্তুত।

পুরো সেন্টারটি ৪৭৫ মেগাওয়াট বিদ্যুতে চলবে। এর মোট আয়তন ১২ হাজার একর এবং যুক্তরাষ্ট্রে এটিই প্রথম এ-জাতীয় অবকাঠামো। টালেন এনার্জির সুসকেহানা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের মাধ্যমে এটি পরিচালিত হবে। কিউমুলাস সেন্টারটি পরিচালনায় শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিতের পাশাপাশি কম খরচের প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন ডাটা সেন্টারটি ২ দশমিক ৫ গিগাওয়াট পাওয়ার স্টেশনের সঙ্গে সরাসরি যুক্ত হবে বলে জানা গেছে। কিউমুলাসের দাবি, এর মাধ্যমে গ্রাহকদের জন্য যুগান্তকারী সময় শুরু হবে। অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রে নতুন দিক উন্মোচন করবে। এছাড়া প্রতিষ্ঠানগুলো যেন তাদের কার্বন নিঃসরণ হার কমাতে পারে সে সহায়তাও পাবে। ডাটা সেন্টারে পারমাণবিক শক্তি ব্যবহারের বিষয়ে উদ্বেগ থাকলেও ডিকার্বনাইজেশনের জন্য এটি যুগান্তকারী পদক্ষেপ।

 

শেয়ার