Top
সর্বশেষ

সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু টিকটকে

২৪ জানুয়ারি, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু টিকটকে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে প্রযুক্তি জায়ান্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মও তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে অফলাইন অ্যাক্টিভেশন হিসেবে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে প্লাটফর্মটি।

সেফটি অ্যাম্বাসেডরস প্রোগ্রামের অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন কমিউনিটির জন্য নিরাপদ ও ওয়েলকামিং প্লাটফর্ম তৈরি করা। টিকটকের সেফ টুগেদার উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো অ্যাপের বিভিন্ন ফিচারের সুবিধা নেয়ার বিষয়ে ব্যবহারকারীদের সচেতন করা। এর আগে ২০২১ সালের অক্টোবরে টিকটক বাংলাদেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করে।

ইন-অ্যাপ ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল সুস্থতা, বিশ্বাস, নিরাপত্তাসহ বিভিন্ন শিক্ষামূলক বিষয় এবং গুরুত্বপূর্ণ ফিচারগুলো নিয়ে অসংখ্য ভিডিও দেখানো হয়েছে। এর মধ্যে ফ্যামিলি পেয়ারিং মোড ছিল ক্যাম্পেইনের অন্যতম বিষয়, যেখানে ব্যবহারকারীদের অভিভাবক অ্যাপ থেকে তাদের সন্তানদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন।

 

শেয়ার