Top

বিপিজিএমইএ’র প্লাস্টিক মেলা শুরু ২২ ফেব্রুয়ারি

২৪ জানুয়ারি, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
বিপিজিএমইএ’র প্লাস্টিক মেলা শুরু ২২ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক :

কভিডের জন্য টানা তিন বছর বন্ধ থাকার পর পুনরায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। চার দিনব্যাপী এ মেলা আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শুরু হবে। যা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

১৫তম আসরের এবারের মেলায় অংশ নিবে মোট ২১টি দেশের ৪৬০টি প্রতিষ্ঠান। এদের মধ্যে দেশীয় প্রতিষ্ঠান ৭৭টি এবং ৩৮৩টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তাছাড়া মেলায় মোট স্টল থাকবে ৭৬০টি। যার মধ্যে বাংলাদেশের স্টল সংখ্যা ১৬৯টি এবং বাকি স্টলগুলো বিদেশি প্রতিষ্ঠান থেকে বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) পল্টনে বিপিজিএমইএ’র কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি সামিম আহমেদ। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন ও কাজী আনোয়ারুল হক, সাবেক সভাপতি ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ এবং শাহেদুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২২ ফেব্রুয়ারি চাআন্তর্জাতিক এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা উদ্যোক্তা সালমান এফ রহমান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন এবং ইয়োর্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং এর সভাপতি জুডা ইয়াং।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তাছাড়া দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ীগণ, এফবিসিসিআইসহ বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দেশী বিদেশী অংশগ্রহনকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলার উদ্বোধনী এবং সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে বিশ্বের ২১টি দেশ থেকে ৪৬০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহন করবে। এদের মধ্যে চীন, তাইয়ান, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, শ্রীলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, ইউএসএ, ফ্রান্স, হংকং, ইটালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য। তাছাড়া মেলা শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ও স্টল সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি সামিম আহমেদ বলেন, গত দুই দশকে প্লাস্টিক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প খাতে পরিণত হয়েছে। প্লাস্টিক শিল্পের বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ খাতে বহুগুণ প্রভাব ফেলে। তাই বাংলাদেশ সরকার এই শিল্পকে অপরিসীম অগ্রাধিকার দিয়েছে। একমাত্র এবং সবচেয়ে পেশাদার প্রদর্শনী আইপিএফ এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলির একটি। এই মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার এবং জাতীয় ও বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করে। এতে প্লাস্টিকের ব্যবহারও বাড়ছে। আমরা আশা কার, অদূর ভবিষ্যতে এই খাতটি তাদের অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় কোষাগারে অনেক অবদান রাখবে।

তিনি বলেন, প্লাস্টিক খাতে বর্তমানে সারাদেশে প্রায় সাড়ে ৫০৩০ অধিক মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। অভ্যন্তরীনভাবে বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এই সেক্টর সরকারের কোষাগারে প্রতি বছর আনুমানিক প্রায় ৩৫০০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে। রপ্তানি হয় প্রায় ১.২ বিলিয়ন ডলারের মতো। প্লাস্টিক সেক্টরে ইতোমধ্যে প্রায় ১২ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে এসোসিয়েশনের সদস্য সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে। বর্তমান টালমাটাল বিশ্ব পরিস্থিতির মধ্যেও এ সেক্টরের রপ্তানি প্রবৃদ্ধিসহ অগ্রযাত্রা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, এবারের মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্লাস্টিক পণ্য রিসাইকেলিং মেশিনারিজ। আমরা দেশে প্রায় ৫০ শতাংশ প্লাস্টিক রিসাইকেল করে থাকি। এর পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার। এ ব্যাপারের উপর গুরত্ব দিতে বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলো তাদের মেশিনারিজগুলো মেলায় প্রদর্শন করবে।

প্রসঙ্গত, বিপিজিএমইএ এবং বিসিক এর যৌথ আয়োজনে ১৯৮৯ সালে প্রথমবার প্লাস্টিক মেলা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা বিভিন্ন দেশ ও জনগণের ব্যাপক
অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। গত মেলার সফল সমাপ্তির পর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ১২-১৫ তারিখে ১৫তম ফেয়ার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়।

শেয়ার