Top
সর্বশেষ

সিঙ্গাপুরে বাংলাদেশি চালকদের মিলনমেলা

২৪ জানুয়ারি, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
সিঙ্গাপুরে বাংলাদেশি চালকদের মিলনমেলা
প্রবাস ডেস্ক :

“সেফ ড্রাইভ, সেভ লাইফ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চালকদেরকে সড়ক নিয়ম, বিভিন্ন আইন-শৃঙ্খলা ও ঝুঁকি মুক্ত ড্রাইভিং নিশ্চিত করার লক্ষ‍্যে এছাড়াও নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরীসহ একজনের বিপদে অন্যজন এগিয়ে আশার প্রত্যয়ে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী চালকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সিংঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্ক এলাকায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় প্রায় শতাধিক বাংলাদেশি চালক উপস্থিত ছিলো। সেফ ড্রাইভ, সেভ লাইফ গ্রুপের এ্যাডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন- সাখাওয়াত, জাহিদ হাসান, নিহাল আহাম্মেদ, শাওন, সুমন, আইয়ুব ও কামাল প্রমুখ।

গ্রুপ এ্যাডমিন ও দাউদকান্দির বাসিন্দা মো. জাহিদ হাসান বলেন, আমরা প্রবাসে ড্রাইভিং করছি। বিভিন্ন সময় দেখা যায় অনেকে দুর্ঘটনায় আহত এবং নিহত হয়। চালকরা যাতে দুর্ঘটনার কবলে না পরে সে লক্ষে অধিক সচেতন করার জন্য “সেফ ড্রাইভ, সেভ লাইফ” নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ খুলে সেখানে তথ্য আদান প্রদান করে আসছি। সেই গ্রুপের কল্যানেই আজ আমাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় শতাধিক বাংলাদেশী চালক অংশগ্রহণ করেছে। মেলায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আমরা আগামীতে আরও মিলনমেলার আয়োজন করবো।

শেয়ার