Top
সর্বশেষ

ডোপ পাপে নিষিদ্ধ হওয়া কাজী অনিক অবশেষে মুক্ত

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
ডোপ পাপে নিষিদ্ধ হওয়া কাজী অনিক অবশেষে মুক্ত
স্পোর্টস ডেস্ক : :

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা বাঁহাতি পেসার কাজী অনিক। গত রোববার (৭ ফেব্রুয়ারি) তার দুই বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখনও সামনে অনেক সময় আছে বিধায় নিজের ক্যারিয়ার নতুন করে সাজানোর ব্যাপারে প্রত্যয়ী অনিক।

২০১৮ সালে নিউজিল্যান্ডে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাঁহাতি গতিময় পেসার কাজী অনিক। তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবেই ধরেছিল সবাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটেও ডাক পেয়েছিলেন অনিক। যেখানে ছিলেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদের মতো জাতীয় দলের পেসাররা।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটস এবং ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে নিজের ক্যারিয়ার সঠিক পথেই রাখেন তিনি। কিন্তু এরপর ২০১৮ সালের নভেম্বরে কক্সবাজারে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) একটি ম্যাচে মেথাফেটামিন জাতীয় ড্রাগ ধরা পড়ে অনিকের ডোপ টেস্টে।

নিজের অপরাধ স্বীকার করে নেন অনিক। ডোপ পাপের দায়ে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। যা শুরু হয়েছিল ৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ থেকে। এই দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ৭ ফেব্রুয়ারি (রোববার) থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন কাজী অনিক।

দেশের শীর্ষস্থানীয় এক ইংরেজি দৈনিকে তিনি বলেন, ‘আমি খুশি। অবশেষে আমি মুক্ত। নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছি যেমন। গত দুই বছরে আমি বিসিবি আয়োজিত কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে থাকতে পারিনি। তবে এখন থেকে খেলার সুযোগের অপেক্ষায় থাকব।’

শেয়ার