জয়পুরহাটে কালাইয়ে রাস্তা নির্মাণ ও বর্ধিত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মাটি সরবরাহের নিয়ম আছে। কিন্তু তা না মেনেই সাড়ে ৪ কিলোমিটার রাস্তার দু পাশের কৃষকদের ফসলি জমি নষ্ট করে এক্সকাভেটর মেশিন দিয়ে অবৈধ ভাবে ১০ থেকে ১৫ ফিট সরু গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরূদ্ধে।
তাদের মাটি কাটায় ক্ষুব্ধ কৃষকরা, ক্ষতিপূরন চান তারা। এলজিইডির কর্মকর্তা বলছেন মাটির জন্য ৪৪ লক্ষ টাকা বরাদ্দ আছে, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডির ব্যবস্থাপনায় জয়পুরহাট কালাই উপজেলার কালাই সিনেমা হল থেকে কিচক গঙ্গাদাশপুর সাড়ে ৪ কিলোমিটার রাস্তা ৫ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা বর্ধিত ও নির্মাণ কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ময়েনউদ্দিন বাশি এন্ড মাসুমা বেগম জেভি। এ কাজের মাটি সরবরাহের জন্য ৪৪ লক্ষ ৫২ হাজার ৩১০ টাকা চুক্তি আছে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে।
কিন্তু চুক্তির নিয়ম উপেক্ষা করে স্থানীয় কৃষকদের না জানিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে জোড়পূর্বক রাস্তার দু পাশের বিভিন্ন স্থান থেকে এস্কেভেটর মেশিন দিয়ে ১০ থেকে ১৫ ফিট সরু- গভীর ও চওড়া করে বিভিন্ন ফসলি জমির মাটি কেটে রাস্তা বর্ধিত ও নির্মাণ করছেন ঠিকাদাররা। অবৈধ ভাবে তাদের মাটি কাটায় ঠিকাদারের শাস্তি ও ক্ষতিপূরনের দাবী জানান তারা।
কালাই উপজেলার গঙ্গাদাশপুর ও আশপাশ এলাকার কৃষক নুরনবী, নুর আলম,এনামুল হক, মাহফুজার রহমান সহ অনেক কৃষক বলেন, ঠিকাদারের লোকজন রাতের আধারে আমাদের কৃষি জমি থেকে ১০ থেকে ১৫ ফিট সরু গভীর গর্ত করে মাটি কেটে রাস্তা বর্ধিত ও উঁচু করেছে। এতে আমরা জমিতে চাষাবাদ করতে পারছি না, আমাদের চরম ক্ষতি হয়েছে। এখন গর্ত ভরাট করতে গেলে হাজার হাজার টাকার মাটি কিনতে হচ্ছে, ফসলের খরচ বেশি দাম নাই, আমরা এত টাকা কোথায় পাবো। আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাই এবং ঠিকাদারের উপযুক্ত শাস্তি চাই। ঠিকাদারের ম্যানেজার তুহিন ইসলাম বলেন আমি কিছুই জানিনা, কেটেছে ঠিকাদার। তিনি কথা বলতে রাজি হয়নি।
জয়পুরহাট কালাই উপজেলার এলজিইডি প্রকৌশলী মকলেসুর রহামান সরদার বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে এই রাস্তার কাজের মাটির জন্য ৪৪ লক্ষ ৫২ হাজার ৩১০ টাকা চুক্তি আছে। রাস্তার দু পাশের ফসলি জমি থেকে মাটি কাটার ব্যাপারে কৃষকের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে নাই । যদি অভিযোগ আসে সে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।