Top

নওগাঁয় পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৫শ কম্বল বিতরণ

২৫ জানুয়ারি, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
নওগাঁয় পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৫শ কম্বল বিতরণ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় জেলা পুলিশ বাহিনীর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। “পাশে আছি সব সময়” শ্লোগানে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার বেলা ১২টায় নওগাঁ পুলিশ লাইন্স মাঠে প্রায় ৫শ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

মহাপুলিশ পরিদর্শকের দিক নির্দেশনা মোতাবেক পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েনের সভাপতি মনিরুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী এসব কম্বল বিতরণ করেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুল ইসলামের মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী সহমর্মিতা মূলক কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রকিবুল হাসান ইবনে রহমান, ডিআইও ওয়ান মো. মোবারক হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটনসহ জেলা পুলিশ ও প্রেসক্লাবের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা সদর ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫শ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।

শেয়ার